ডিআইজির আকস্মিক এস ও এস হারম্যান মেইনার কলেজ বগুড়া পরিদর্শন
গত ২২-০৫-২০২৩ খ্রি তারিখে আকস্মিক পরিদর্শনে এস ও এস হারম্যান মেইনার কলেজ বগুড়া এ আসেন জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ ,বাংলাদেশ পুলিশ, রাজশাহী ; সঙ্গে ছিলেন জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম পুলিশ সুপার বগুড়া। পরিদর্শন শেষে মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।