আগামী ০১-০১-২০২৪ খ্রি তারিখ হতে সকল শ্রেণির ক্লাস সকাল ৮.৩০ ঘটিকা থেকে শুরু হবে
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১-০১-২০২৪ খ্রি তারিখ হতে সকল শ্রেণির ক্লাস সকাল ৮.৩০ ঘটিকা থেকে শুরু হবে। ১৫-০১-২০২৪ খ্রি তারিখ পর্যন্ত ৪ (চার)পিরিয়ড এবং ১৬-০১-২০২৪ খ্রি তারিখ থেকে ৭ (সাত) পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, আগামীকাল "বই উৎসব" উদযাপিত হবে। সকলকে যথাসময়ে কলেজে উপস্থিত হতে বলা হলো। সকলের জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২৪।